চাঁদের পৃষ্ঠতে চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) অবতরণের বাকি আর কয়েকদিন। তার আগে ১০ অগাস্ট স্পেসক্রাফটের (Spacecraft) মাধ্যমে তোলা পৃথিবী ও চাঁদের ছবি প্রকাশ্যে আনা হল। ইসরোর তরফে প্রকাশিত ছবিগুলি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও। গত ৬ অগাস্ট ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরার মাধ্যমে তোলা একটি হাই রেজলিউশন ইমেজ (High resolution image) প্রকাশ করে ইসরো (ISRO)। উল্লেখ্য, গত ১৪ জুলাই পৃথিবীর ওপরে ভেসে বেড়ানো মেঘের ছবি প্রকাশ করেছিল ইসরো।
আরও পড়ুন: আরও একটি কক্ষপথ পার, চাঁদের মাত্র ১,৪৩৭ কিমি দূরে ইসরোর চন্দ্রযান
গত শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢোকার প্রক্রিয়া শুরু হয়। মোট ১৮৩৫ সেকেন্ডে তা সফলভাবে করা গিয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর থেকে ৬ গুণ কম। পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে এবার এগিয়ে যাওয়া সময়ের অপেক্ষা । ধীরে ধীরে এগোতে হবে এবার ভারতীয় মহাকাশযানকে। এরপরই ল্যান্ডিংয়ের আসল পরীক্ষা ভারতীয় বিজ্ঞানীদের। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার বিক্রম। এবার সফল হলে ভারতের মহাকাশ গবেষণা বড় মাত্রা পাবে।