কাছে এসেও, দূরে থাকার অপেক্ষা। উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আরও কিছুক্ষণ সময় লাগতে পারে। দিল্লিতে মঙ্গলবার সরকারি সূত্রে এই কথাই জানানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের এক কর্তা জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধারে আরও দু মিনিটার খোঁড়ার কাজ এখনও বাকি হয়েছে।
তবে শ্রমিকদের উদ্ধারের আগে সুড়ঙ্গের সামনে প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। তৈরি করা হয়েছে অস্থায়ী হাসপাতাল। রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুল্যান্স। জানা গিয়েছে, উদ্ধারের পর প্রত্যেক শ্রমিকের সঙ্গে থাকবেন তাঁদের পরিবারের একজন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই হয়তো সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হবে শ্রমিকদের।