তিনি জন্মেছিলেন রাজস্থানের এক অখ্যাত গ্রাম কিঠানায়। ১৯৫১ সালের ১৮ মে তাঁর যখন জন্ম হয় তখন সেই গ্রামে বিদ্যুতও ছিল না। এক জাঠ কৃষক পরিবারে জন্ম হয়েছিল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar)। পরবর্তীতে আইনকে পেশা হিসেবে বেছে নেওয়া এবং সেই পেশা ছেড়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ, জনতা দল থেকে বিজেপিতে গিয়ে থিতু হওয়া এবং তারপর রাজ্যপাল পদে অভিষেক ও দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক আসনের প্রার্থীপদ প্রাপ্তি — জগদীপ ধনখড়ের জীবনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বাঁক।
রাজস্থানে জন্ম এবং সেখানেই পড়াশোনা। চিতোরগড়ের সৈনিক স্কুলে পড়ার পাট চুকিয়ে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। আইন নিয়ে পড়াশোনা করে রাজস্থান হাই কোর্টে প্র্যাকটিস শুরু করেন। সেখানে বার অ্যাসোসিয়েশনের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন তিনি।
Indigo flight:যান্ত্রিক ত্রুটির জেরে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানের করাচিতে জরুরি অবতরণ
আইনজীবী হিসাবে পেশাদার জীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সেই পেশা ছেড়ে রাজনীতির ময়দানে নেমে পড়েন। ১৯৮৯ সালে জনতা দলের টিকিটে রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথম সাংসদ হন ধনখড়। ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি চন্দ্রশেখর সরকারের সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে কংগ্রেস সমর্থন তুলে নেওয়ায় চন্দ্রশেখর সরকারের পতন হয় এবং জগদীপ ধনখড়ের মন্ত্রীত্ব এবং সাংসদের মেয়াদের আচমকা ইতি ঘটে। তবে ১৯৯৩ সালে তিনি রাজস্থানের কিসানগড় বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন।
পরবর্তীতে জনতা দল ছেড়ে ধনখড় নাম লেখান বিজেপিতে। সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের ৩০ জুলাই তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিয়োগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার রাতে দেশের উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের নাম ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন শাসক জোট এনডিএ। অঙ্কের হিসেবে নির্বাচনে তাঁর জয় নিশ্চিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। কারণ বর্তমানে সংসদের ৭৮০টি আসনের মধ্যে বিজেপির সাংসদ রয়েছেন ৩৯৪ জন। ফলে ইলেক্টোরাল কলেজের ভোটে নয়াদিল্লির মৌলানা আজাদ রোডে উপরাষ্ট্রপতির সচিবালয়ে ধনখড়ের প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা।
উল্লেখ্য, বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ১০ অগস্ট। তার আগেই ৬ আগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই। সব ঠিক থাকলে জগদীপ ধনখড় হতে চলেছেন দেশের ১৬তম উপরাষ্ট্রপতি।