Jagdeep Dhankhar: দেশের ১৪-তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ জগদীপ ধনখড়ের, শপথগ্রহণে থাকল না তৃণমূল

Updated : Aug 18, 2022 14:14
|
Editorji News Desk

বৃহস্পতিবার দেশের ১৪-তম উপরাষ্ট্রপতি (Vice President of India) হিসেবে শপথগ্রহণ করলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁকে শপথবাক্য পাঠ করান দেশের রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু (DRaupadi Murmu)। শপথগ্রহণে (Swearing in ceremony) উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীদেরও শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে। আইনজীবী হিসেবে ধনখড়ের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন: একদিনে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি-মুম্বই

অন্যদিকে, জগদীপ ধনখড়ের শপথগ্রহণ (Jagdeep Dhankhar swearing in ceremony) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তৃণমূলের (TMC) কোনও সাংসদ। আমন্ত্রণপত্র পাওয়া সত্ত্বেও যাননি রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

লোকসভা-রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮০ জন সাংসদের ভোট (Jagdeep Dhankhar swearing in ceremony) দেওয়ার কথা ছিল। এর মধ্যে লোকসভার ৫৪৩ জন ও রাজ্যসভার ২৪৫ জন ভোটদাতা সাংসদ ছিলেন। রাজ্যসভায় আটটি আসন শূন্য থাকার কারণে সেই সংখ্যাগুলি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে,  উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৬ অগস্ট নির্বাচনের দিন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ভোট দিতে দেখা গিয়েছিল।

Jagdeep DhankharIndiaVice PresidentSwearing-in

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর