ডিভোর্সের মামলায় স্ত্রীকে খোরপোষ দিতে হবে। টাকা তো দিলেন স্বামী, কিন্তু কী ভাবে দিলেন জানেন? আদালতে ৫৫ হাজার টাকার কয়েন নিয়ে হাজির হন স্বামী। সাত বস্তা ভর্তি ৫৫ হাজারের কয়েন নিয়ে ওই ব্যক্তি আদালতে এলে ওই ব্যক্তির স্ত্রী তাঁকে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে জয়পুরে।
যদিও অভিযুক্ত ব্যক্তির দাবি , ' এগুলো ইন্ডিয়ান লিগ্যাল কারেন্সি', জানা গিয়েছে ডিভোর্সের পর প্রতি মাসে ৫০০০ টাকা করে স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। গত ১১ মাস সেই টাকা না জমা দেওয়ায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অবশেষে কয়েন দিয়ে টাকা শোধ করেন ব্যক্তি। আদালতের নির্দেশ ওই টাকা গুণে গুণে স্ত্রীয়ের হাতে তুলে দিতে হবে তাঁকে।