অভিনব সতর্কবার্তা জয়পুর পুলিশের। ২০২২ সালের ব্লকবাস্টার ছবি 'RRR' সম্প্রতি ইতিহাস তৈরি করেছে। সেরা মৌলিক গান হিসেবে পুরস্কার জিতেছে ছবির 'নাটু নাটু' গানটি। গানের আমেজকে ধার করে জয়পুর পুলিশ লিখেছে, 'Say... NoTo Drinking while Driving'। অর্থাৎ গাড়ি চালানোর সময় মদ্যপানকে বলুন 'না'। জয়পুর পুলিশের এই মজাদার বিজ্ঞাপন ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পোস্টের ক্যাপশনে লেখা, ' আর আর আর এর জয়ে অবশ্যই উল্লাস করুন। কিন্তু গাড়ি চালানোর সময় মদ্যপান করবেন না। মদ্যপান করে গাড়ি চালানো গুরুতর অপরাধ। এর জন্য মর্মান্তিক পরিণতি হতে পারে।