হোলি সেলিব্রেশনে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এক জাপানি তরুনীকে হেনস্থার অভিযোগ। জানা গিয়েছে এই ঘটনার পর ভারত ছেড়ে চলে গিয়েছেন ওই তরুণী। পুলিশ সূত্রে খবর, ভাইরাল ভিডিয়ো দেখে হেনস্থাকারীদের চিহ্নিত করা গিয়েছে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরডি বাংলা।
সংবাদ সংস্থা এএনআই-কে পুলিশ জানিয়েছে, ওই তরুণী বর্তমানে বাংলাদেশে আছেন। টুইটারে ওই তরুণী লিখেন, শারীরিক ও মানসিকভাবে তিনি ঠিক আছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় ওই বিদেশি তরুণী কোনও অভিযোগ দায়ের করেননি। কিন্তু ভাইরাল ভিডিয়ো দেখে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ সূত্রে খবর, ওই ভিডিয়ো থেকে হেনস্থাকারীদের চিহ্নিত করা গিয়েছে। ওই এলাকার ফিল্ড অফিসার ও স্থানীয় সূত্রের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনজন কিশোর ও একজন নাবালকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারা ঘটনার কথা স্বীকারও করেছে। এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা।