পাকভূমে দাঁড়িয়েই পাকিস্তানকে নিশানা করেছিলেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। তাঁর মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল দুই দেশ। পাকিস্তানের লাহোরে গিয়ে ২৬/১১ মুম্বই হামলা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন তিনি। তবে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এই কথা বলতে বুক কাঁপেনি তাঁর? প্রশ্নের উত্তরে জাভেদের সাফ জবাব, ‘‘আমি যে দেশে জন্মেছি, যেখানে জীবনযাপন করছি, এবং যে দেশে মৃত্যুবরণ করব— সেখানেই এ রকম কথা বলতে ভয় পাই না। অন্য দেশে দুদিনের জন্য গিয়ে ভয় পাব কেন? "
SRK in Tiger 3: কথা রাখছে 'পাঠান', 'টাইগার থ্রি'-এর জন্য এপ্রিল মাসেই শুট করবেন শাহরুখ খান
জাভেদ আরও বলেন, তাঁর মন্তব্য নিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে। দেশে ফিরে তাঁর মনে হয়েছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ জিতে ফিরেছেন। তবে তাঁর কথায় ‘‘মুম্বই হামলার বিষয়ে সবাই অবহিত। হামলাকারীরা নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। মুম্বই হামলার পরিকল্পনাকারীরা এখনও পাকিস্তানে অবাধে ঘুরছেন৷ এই নিয়ে ভারতীয়দের ক্ষোভ থাকা স্বাভাবিক, সেটাও বুঝতে হবে। "