পড়ুয়াদের জন্য নয়া গাইডলাইন জারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে(JNU)। এখন থেকে চাইলেই আর ক্যাম্পাসে ধর্নায় (dharna) অংশ নেওয়া যাবে না। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি, ধর্নায় অংশ দিলে পড়ুয়াদের মাথাপিছু ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
পাশাপাশি, সিসি ক্যামেরা ফুটেজ দেখে ক্যাম্পাস চত্বরে মারামারি বা হিংসার ঘটনায় জড়িতদের সরাসরি বরখাস্তের নিদান দিয়েছে জেএনইউ কর্তৃপক্ষ। এছাড়া ৩০ হাজার টাকা জরিমানার কথাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি। তবে এসএফআই-আইসার মতো বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, ছাত্র আন্দোলন দমিয়ে দেওয়ার কৌশল হিসেবেই এই গাইডলাইনকে সামনে এনেছে জেএনইউ কর্তৃপক্ষ।