এখনও জোশীমঠের আতঙ্ক কাটেনি। তার মধ্যেই এবার চারধাম যাত্রার(Char Dham Yatra 2023) প্রস্তুতি শুরু করেছে উত্তরাখন্ড সরকার। তার আগেই পুণ্যার্থীদের উদ্দেশ্যে আশ্বাসবাণী শুনিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। জোশীমঠের যাত্রার কোনও প্রভাব চারধাম যাত্রায় পড়বে না। এমনটাই জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী(Pushkar Singh Dhami)।
জানা গিয়েছে, চলতি বছরের ২২ এপ্রিল থেকে শুরু হবে চারধাম যাত্রা(Char Dham Yatra 2023)। সেদিনই গঙ্গোত্রী ধাম এবং যমুনেত্রী ধামের পোর্টাল খোলা হবে। বদ্রীনাথের পোর্টাল খোলা হবে ২৭ এপ্রিল। অন্যদিকে, কেদারনাথ পোর্টাল খোলা হতে পারে ২৫-২৬ এপ্রিল।
আরও পড়ুন- Hiraan-Subhendu: দলবদলের জল্পনার মাঝেই নিজাম প্যালেজে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়ক হিরণের
জোশীমঠের পাশাপাশি ইতিমধ্যেই কর্ণপ্রয়াগ, নৈনিতাল, মুসৌরির একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলেও খবর। তার মধ্যেই উত্তরাখণ্ড সরকারের(Uttarakhand Govt.) এই তীর্থযাত্রার প্রস্তুতি আদৌ কতটা ফলপ্রসূ হয়, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।