ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে উত্তরাখণ্ডের যোশীমঠের (Joshimath) পরিস্থিতি। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৬০০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে তৎপর উত্তরাখণ্ড (Uttrakhand) সরকার। ইতিমধ্যেই বিপর্যস্তদের উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এয়ার লিফটের মাধ্যমে দুর্গতদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দিন কয়েক আগে একটি পরিত্যক্ত মন্দিরের ফাটল দেখা যায়। এরপর থেকে ক্রমশই তলিয়ে যেতে শুরু করে গাড়োয়াল হিমালয়ের গুরুত্বপূর্ণ জনপদ জোশীমঠ। বৃহস্পতিবার রাত থেকেই বসবাসকারীদের গাড়ি করে বিভিন্ন নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিল প্রশাসন।
আরও পড়ুন- মাঝ আকাশে সহযাত্রীর সঙ্গে অভব্যতা করে কান্নায় ভেঙে পড়েছিলেন, কে এই শঙ্কর মিশ্র?
শুক্রবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। জারি করা হয় সতর্কতা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়। যোশীমঠ কেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে তা খুঁজে বার করতে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফেও একটি প্যানেল গঠন করা হয়েছে।