কোন সূত্র থেকে খবর পেয়েছেন, তদন্তকারী সংস্থার কাছে তা গোপন রাখতে পারবেন না সাংবাদিকরা। একটি মামলার ক্লোজার রিপোর্ট বাতিল করে এ-কথা জানিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি সংক্রান্ত মামলা শুনানি ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল। শুনানির আগের দিন মুলায়মকে নিয়ে একটি খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে জানা যায়, সংশ্লিষ্ট সাংবাদিক ভুয়ো নথিপত্রের ভিত্তিতে ওই খবরটি প্রকাশ করেছিলেন। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়৷ কিন্তু ওই সাংবাদিক জানান, তিনি কোন সূত্র থেকে খবরটি পেয়েছেন তা প্রকাশ্যে বলতে পারবেন না। ফলে তদন্ত আর এগোয়নি।
Kabul-Taliban Administration: চলছে তালিবানি শাসন, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ম্যানিকুইনের মাথাও
বুধবার রাউস অ্যাভিনিউ জেলা আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজন এই মামলা সংক্রান্ত ক্লোজ়ার রিপোর্টটি বাতিল করে ফের তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তের স্বার্থে খবরের সূত্র উল্লেখ করতে হবে সাংবাদিককে। ১৩ বছর আগের ওই তদন্ত আবার শুরু হবে।