21st July in history: কলকাতায় রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা, লর্ডসে টেস্ট, প্রতিভা পাটিলের জয়,ইতিহাসের চোখে ২১ জুলাই

Updated : Jul 21, 2023 06:53
|
Editorji News Desk

ইতিহাসের পদে পদে লুকিয়ে থাকে বিস্ময়। কত আবিষ্কার, কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানুষের ইতিহাস, তার ইয়ত্তা নেই! তার মধ্যেই আসে এক-একটি তার একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে। ইতিহাসের সেই দিন হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history)  একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো দিনটিতে জন্মেছিলেন মানবেতিহাসের মানচিত্রকে নাড়া দেওয়ার মত কোনও মানুষ। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে। 

আজকের তারিখ, অর্থাৎ, ২১ জুলাই (21st july) ব্রিটেনে আবিষ্কার করা হয়েছিল সেই টায়ার ও টিউব, যা আজকের দিনে প্রায় সমস্ত ধরনের যান চলাচলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই আবিষ্কার হয়েছিল ১৮৮৮ সালে।

আরও পড়ুন: শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়, গান শুনলেন যুব নেতাদের

২১ জুলাইয়ের ইতিহাস ঘিরে আছে কলকাতা (Kolkata in history) শহরকেও। ১৮৮৩ সালে ভারতের প্রথম রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করা হয়েছিল কলকাতায়। ২১ জুলাই। যে মঞ্চে অভিনীত হয়েছিল 'দক্ষযজ্ঞ' নামের একটি নাটক। নাটকটির রচয়িতা ছিলেন স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ। নাটকের মুখ্যচরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।

শুধু তাই নয়,

২১ জুলাইয়ের ইতিহাস এক অর্থে ভারতীয় নারীদের বিজয়মঞ্চও বটে। ২০০৭ সালে এই দিনেই দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি (First woman president) হিসেবে নির্বাচনে জয়লাভ করেছিলেন প্রতিভা সিং পাটিল। পরে, ২০০৭ সালের ২৫ জুলাই তিনি দেশের দ্বাদশ রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন।

এই ২১ জুলাই আবার ফিসফিস করে শুনিয়ে যায় যুদ্ধের ইতিহাসের গল্পও। ১৯৬২ সালে এই দিনেই শুরু হয়েছিল ভারত-চিনের (Indo-China war) যুদ্ধ।

১৮৮৪ সালের ২১ জুলাই লর্ডসের মাঠে (Cricket history) খেলা হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ।

দিনের শেষে মানুষের কাছে, সভ্যতার কাছে বলার মত জিনিস বলতে পড়ে থাকে তো এই ইতিহাসই। ২১ জুলাইকে কেন্দ্র করে গড়ে ওঠা নানা ঐতিহাসিক ঘটনা ফের এই কথা আমাদের মনে করিয়ে দেয়।

History

Recommended For You

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার