দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেব শপথ নিলেন বিচারপতি উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে দেশের প্রধান বিচারপতি পদে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেও তাঁর মেয়াদ খুব বেশিদিন নয়। আগামী নভেম্বরেই অবসর নেবেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকেই দেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। এন ভি রমণের পর বিচারপতি ইউ ইউ ললিতই ছিলেন সবচেয়ে প্রবীণ বিচারপতি। তবে এই পদে তার মেয়াদ তিন মাসেরও কম। ৮ নভেম্বরই তাঁর অবসর নেওয়ার পালা। তবে তাঁর ৭৪ দিনের সফরের আগে দেশের বিচারব্যবস্থা নিয়ে তিনি বলেন,’আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যাতে আমরা বলতে পারি সারা বছর ধরে অন্তত একটি সাংবিধানিক বেঞ্চ কাজ করেছে।’
১৯৫৭ সালের ৯ নভেম্বর মহারাষ্ট্রের জন্মগ্রহণ করেন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৮৩ সালের জুন মাসে। বম্বে হাইকোর্টে অনুশীলন করেন বম্বে হাইকোর্টে। দেশের শীর্ষ আদালত সিনিয়র আইনজীবী হিসেবে তাঁকে ২০০৪ সালে মনোনীত করে। তারপর বারের তরফে বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করা হয়। ২০১৪ সালের ১৩ অগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন উদয় উমেশ ললিত।