এভারেস্ট জয় ১৬ বছরের তরুণীর। বিশ্বের সর্বোচ্চ উঁচু শৃঙ্গকে এই বয়সেই জয় করলেন মুম্বইয়ের কাম্য কার্তিকেয়ন। নেপালের দিক থেকে এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন তিনি। কাম্য দেশের সর্বকনিষ্ঠা এবং বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠা আরোহী হিসাবে রেকর্ড তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই।
IPL 2024 : মুখোমুখি রাজস্থান বনাম হায়দরাবাদ, ফাইনাল খেলতে মরিয়া দুই দল
মেয়েকে নিয়ে গর্বিত পরিবার। কাম্যর বাবা এস কার্তিকেয়ন, ভারতীয় নৌসেনার এক কমান্ডার। এখনও পর্যন্ত ছ’টি পর্বত ছুঁয়ে ফেলেছেন কাম্য। এছাড়াও বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে অর্থাৎ ‘সেভেন সামিট’ চ্যালেঞ্জে কাম্যর পরবর্তী লক্ষ্য অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন ম্যাসিফ। নৌবাহিনী জানিয়েছে, মুম্বইয়ের নেভি চিলড্রেন স্কুলে দ্বাদশ শ্রেনিতে পড়ে কাম্য কার্তিকেয়ন। জানা গিয়েছে,৩ এপ্রিল বাবার সঙ্গে যাত্রা শুরু করেছিলেন কাম্য। ২০ মে, বাবা-মেয়ের এই জুটি শৃঙ্গ জয় করে।