অপরিচিত কোনও মহিলাকে 'ডার্লিং' সম্বোধন তাঁর পক্ষে অপমানজনক। ওই শব্দটি যৌন ইঙ্গিতবাহী। এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে।
যে ঘটনার প্রেক্ষিতে মামলা, সেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। ২০১৫ সালের ২১ অক্টোবর অভিযুক্ত যুবকের বাড়িতে তল্লাশি চালাতে গিয়োছিলেন এক মহিলা কনস্টেবল। তখন ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় তাঁকে 'ডার্লিং' সম্বোধন করেন৷ এরপর যুবকের বিরুদ্ধে মামলা করেন ওই পুলিশকর্মী।
Deepika-Ranveer Dance: জামনগরে স্বমহিমায় দীপিকা-রনভির! হবু মা-বাবার নাচে মাতল আম্বানিদের আসর
নিম্ন আদালত অভিযুক্ত যুবককে তিন মাসের কারাদণ্ডের দিয়েছিল। এই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানান তিনি। সেই মামলাই পোর্ট ব্লেয়ারে কলকাতা হাই কোর্টের বিচারপতি সেনগুপ্তের এজলাসে ওঠে। যুবকের সাজা কমিয়ে এক মাস করা হলেও তাঁকে সতর্ক করেছে আদালত।