সকাল ৭ টা থেকে শুরু হয়ে গেল কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ। রাজ্যজুড়ে জারি কড়া নিরাপত্তা। ২,৬১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৫৮,৫৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হল। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৩টি আসন।
এই বছর এক দফায় ভোট। এই ভোটের জন্য কাজে লাগানো হয়েছে মোট চার লাখ ভোটকর্মীকে। রাজ্যে এই বছর নতুন ভোটার প্রায় ১১ লাখ। ৮০ বছরের উপর ভোটে দেবেন ১২ লাখ মানুষ। ৩৮ বছর পর দক্ষিণের এই রাজ্যে বিজেপি পরপর দুবার সরকার তৈরি করতে পারবে কীনা, তা ঠিক হয়ে যাবে আজ।
প্রতি পাঁচ বছরে সরকার বদলে ফেলাই এই রাজ্যের দস্তর। পাঁচ বছর আগে কংগ্রেসকে হারিয়ে সরকার গঠন করলেও বিধানসভায় আস্থা ভোটে হেরে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কংগ্রেস-জেডিএস জোট সরকার ক্ষমতায় এলেও অপারেশন পদ্মতে ফের কর্নাটক ফিরে পেয়েছিল বিজেপি। প্রথমে জগদীশ শেট্টার ও পরে বাসবরাও বোমাইকে মুখ করে এই পাঁচ বছর সরকার চালিয়েছে পদ্মশিবির। নির্বাচনের আগে পদ্মশিবির ছেড়ে হাত শক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেট্টার।