কর্ণাটকের ২২৪ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে বুধবার সকাল থেকেই। সকাল সকাল টুইট করে কর্ণাটকবাসীকে ভোট দেওয়ার জন্য বাএদন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুর্নীতিমুক্ত, ৪০ শতাংশ ঘুষ-মুক্ত, প্রগতিশীল কর্নাটকের স্বার্থে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেছেন সোনিয়া পুত্র।
টুইট করলেন প্রিয়াঙ্কা গান্ধীও। কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ দিনে রীতিমতো চমক দিয়েছিলেন রাহুল গান্ধী। ডেলিভারি বয়ের বাইকে সওয়ার হয়ে ঘুরেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও।