মায়ের জন্মদিন । বিশেষ দিনে মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিল ছেলেটি । হোস্টেলের ওয়ার্ডেনের কাছে বারবার একটি মোবাইল ফোনের জন্য অনুরোধ করেছিল সে । কিন্তু, সেই অনুরোধ রাখেনি হোস্টেল কর্তৃপক্ষ । রাগে, ক্ষোভে, অভিমানে ওইদিনই হোস্টেলে আত্মহত্যা (Karnataka Suicide) করে ওই ১৪ বছরের কিশোর । কর্নাটকের (Karnataka Teenage boy death) ম্যাঙ্গালুরুর ঘটনা ।
১৪ বছরের ওই কিশোরের বাড়ি বেঙ্গালুরুর হোসাকোটে । ম্যাঙ্গালুরু একটি হোস্টেলে থাকত সে । ১১ জুন,শনিবার তার মায়ের জন্মদিন ছিল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন মায়ের সঙ্গে কথা বলার জন্য হোস্টেলের ওয়ার্ডেনের কাছে মোবাইল ফোনের চেয়েছিল ওই কিশোর । বারবার, অনুরোধ সত্ত্বেও তাকে মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ । এমনকী, কিশোরের বাড়ির লোকজনও ছেলের সঙ্গে কথা বলতে চাইলে, তাদের কথা বলতে দেওয়া হয়নি । পরের দিন অর্থাৎ ১২ জুন কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
আরও পড়ুন, Karnataka Teenage Boy suicide : মায়ের জন্মদিন, তবু ফোন করতে দেয়নি হোস্টেল, অভিমানে আত্মঘাতী কিশোর
কিশোরের দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে । ঘটনার খবর পেয়ে হোস্টেলে পৌঁছায় তার পরিবারের লোকজন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।