দু-একটি বিক্ষিপ্তি ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই কর্নাটকে বিধানসভা ভোট। ভোট পড়েছে গড়ে ৬০ শতাংশ মত। বুধবার সকাল থেকে ভোট নেওয়া শুরু হয়েছিল। দিনভর ভোটগ্রহণের পর কংগ্রেস-বিজেপি দু পক্ষের দাবি, তারাই রাজ্য সরকার তৈরি করেছে। বিজেপি শিবির থেকে দাবি করা হয়েছে, ২২৪ আসনের বিধানসভায় তারা পেতে পারে ১৫০ বেশি আসন। গেরুয়া শিবিরের দাবি উড়িয়ে কংগ্রেস জানিয়েছে, এবার বেঙ্গালুরুর মসনদে তারাই ফিরছে। এই পরিস্থিতি ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে কংগ্রেস। অভিযোগ রাজ্যবাসীকে খোলা চিঠি লিখে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী।
এদিন ভোট শুরুর সময়েই রাজ্যে তরুণদের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। টুইট করে গণতন্ত্রকে মজবুত করার আহ্বান জানিয়েছিলেন। বেলা বাড়াতেই প্রধানমন্ত্রীর এই টুইট নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। কংগ্রেসের তরফে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা টুইট করে, দক্ষিণের এই রাজ্য থেকে বিজেপিকে হঠানোর ডাক দেন। এরমধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা দাবি করেন, রাজ্যে ১৫০ আসনে জিতে সরকার তৈরি করবে বিজেপি।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুরের দিকে বেঙ্গালুরুতে একটি বুথের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। চিত্রদূর্গে কংগ্রেস-বিজেপির মধ্যে বচসার জেরে খানিকক্ষণের জন্য ভোট বন্ধ হয়ে যায়। এইটুকু বাদ দিলে, মোটের উপর শান্তিতে কর্নাটকে বিধানসভা ভোট। শনিবার ভোট গণনা।