২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপির আজ বড় পরীক্ষা। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় আজ ভোট। পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৭৩ শতাংশ। এই বছর এক দফায় ভোট। এই ভোটের জন্য কাজে লাগানো হয়েছে মোট চার লাখ ভোটকর্মীকে। রাজ্যে এই বছর নতুন ভোটার প্রায় ১১ লাখ। ৮০ বছরের উপর ভোটে দেবেন ১২ লাখ মানুষ। ৩৮ বছর পর দক্ষিণের এই রাজ্যে বিজেপি পরপর দুবার সরকার তৈরি করতে পারবে কীনা, তা ঠিক হয়ে যাবে আজ।
প্রতি পাঁচ বছরে সরকার বদলে ফেলাই এই রাজ্যের দস্তর। পাঁচ বছর আগে কংগ্রেসকে হারিয়ে সরকার গঠন করলেও বিধানসভায় আস্থা ভোটে হেরে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। কংগ্রেস-জেডিএস জোট সরকার ক্ষমতায় এলেও অপারেশন পদ্মতে ফের কর্নাটক ফিরে পেয়েছিল বিজেপি। প্রথমে জগদীশ শেট্টার ও পরে বাসবরাও বোমাইকে মুখ করে এই পাঁচ বছর সরকার চালিয়েছে পদ্মশিবির। নির্বাচনের আগে পদ্মশিবির ছেড়ে হাত শক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শেট্টার।
শিগাগাঁও থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাও বোমাই। ভারুনা কেন্দ্র থেকে লড়াইয়ে আছে বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া। ছানাপাটনা কেন্দ্র থেকে হেভিওয়েট প্রার্থী জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। কনকপুরা থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। ভোটের রাজ্যে রোড শো করে এবার কর্নাটক চষে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসুস্থ শরীর নিয়েও ভোট প্রচার করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁর সার্বভৌম কর্নাটক মন্তব্যকে কেন্দ্র করে কমিশনের কাছে নালিশ জানিয়েছে বিজেপি। আর জনসংযোগ টানতে বাইকের পিছনে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে।