সম্পর্কে ইতি টানতে চাইছিলেন তরুণী। প্রেমিক রাজি হচ্ছিলেন না। মুক্তি পেতে প্রেমিককে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল কেরালার তরুণীর বিরুদ্ধে।
কেরালার তিরুঅনন্তপুরম এলাকার কলেজ পড়ুয়া শ্যারন রাজ (২৩)। একই কলেজে পড়াশোনা করতেন গ্রিশমা। ক্রমে ওদের বন্ধুত্ব গড়ায় প্রেমে। এর মধ্যে গ্রিশমার বিয়ে ঠিক করে তার পরিবার। বেশ কিছু দিন ধরেই শ্যারনের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ চাইছিলেন গ্রিশমা। কিন্তু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে রাজি হননি শ্যারন। এর পরই প্রেমিককে বিশ বখাওয়ানোর সিদ্ধান্ত নেন গ্রিশমা।
১৪ অক্টোবর শ্যারনকে বাড়িতে ডেকে পাঠান গ্রিশমা। সে সময় বাড়িতে একাই ছিলেন। শ্যারন বাড়িতে এলে গ্রিশমা তাঁকে কীটনাশক মেশানো শরবত দেন, পান করার পরই বমি করতে শুরু করেন শ্যারন। শ্যারনের অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ১১ দিন পর ২৫ অক্টোবর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। শ্যারনের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
শ্যারনের মৃত্যুর তদন্তে নেমে রোববার তিরুবনন্তপুরম পুলিশ গ্রিশমাকে গ্রেফতার করেছে। টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দোষ স্বীকার করেছেন গ্রিশমা।