কেরলে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার কোভিডে প্রাণ হারালেন এক ব্যক্তি। টাইমস নাও-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৮০ বছর। গত ১৬ ডিসেম্বর, কোভিডের নতুন প্রজাতি জেএন-১-এ আক্রান্ত হয়েছিলেন মৃত ব্যক্তি। হাসপাতালে তাঁর চিকিৎসাও চলছিল।
গত সপ্তাহ থেকেই কেরলে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। দক্ষিণের ওই রাজ্যে এখনও পর্যন্ত ১৩২৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন। যা দেশের মধ্যে সর্বাধিক। প্রত্যেকদিন গড়ে ৭০০-১০০০টি কোভিডের নমুনা পরীক্ষাও চলছে বলে জানিয়েছে কেরলের স্বাস্থ্য দফতর।