ফের কেরালায় মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলল। এই নিয়ে ভারতে মোট তিনজনের দেহে মিলল এই সংক্রামক ভাইরাস। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি চলতি মাসের শুরুতেই ফিরেছেন সংযুক্ত আরব আমিরশাহি থেকে।
কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কেরালার মলপ্পুরমের বাসিন্দা বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি গত ৬ জুলাই ফেরেন বিদেশ থেকে। তারপর থেকেই তাঁর চিকিৎসা চলছে স্থানীয় মঞ্জরী মেডিকেল কলেজে। তবে বীণা জর্জের দাবি, আপাতত স্থিতিশীল রয়েছেন ওই ব্যক্তি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ওই ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেককেই যেন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। উল্লেখ্য, গত ১৪ জুলাই দেশে মাঙ্কিপক্সের প্রথম হদিশ মেলে কেরালার কোল্লাম জেলায়।
আরও পড়ুন- Lip-lock:লিপ-লক প্রতিযোগিতার ভিডিয়ো ভাইরাল, ৮ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের
তারপর তড়িঘড়ি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ১৬ জুলাই একটি বিশেষজ্ঞ মেডিকেল দল পাঠায় কেরালায়। টিমের সদস্যরা ওই সংক্রামিতর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তাঁরা পরীক্ষা করে দেখেন যে রোগী পশ্চিম আফ্রিকান মাঙ্কিপক্স ভাইরাস স্ট্রেনে সংক্রামিত হয়েছেন।