অবশেষে পঞ্জাব পুলিশের জালে খালিস্তানি নেতা অমৃতপাল সিং। সংবাদসংস্থা সূত্রে এই দাবি করা হয়েছে। শনিবার জলন্ধরের নাকোদর থেকে আটক করা হয়েছে এই খালিস্তানি নেতা। এই অপারেশনের আগে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট। একদিন আগেই আটক করা হয় অমৃতপালের স্ত্রী-সহ ছয় সঙ্গীকে। তাদের জেরা করেই অমৃতপালকে আটকের দাবি।
'ওয়ারিস পঞ্জাব দে' সম্প্রতি এই নাম দিয়ে একটি সংগঠন খুলেছিলেন অমৃতপাল। তার ঘনিষ্ঠ লভপ্রীত গ্রেফতার হতেই প্রকাশ্যে এসেছিল এই সংগঠন। হুমকি দিয়ে জানানো হয়েছিল, লভপ্রীতকে মুক্তি না দিলে প্রশাসনকে তার ফল ভুগতে হবে। অমৃতপালের হুমকির কাছে মাথানত না করে পাল্টা তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল পঞ্জাব পুলিশ।
পুলিশের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, শুক্রবারই তাদের হাতে আসে অমৃতপালের স্ত্রী-সহ ছয় ছায়াসঙ্গী। তাদের একটি গোপন ঢেরায় জিগাসাবাদ করা হয়। সেই সূত্র ধরেই এই অভিযান। তাতে পঞ্জাব পুলিশের জালে অমৃতপাল।