দীর্ঘ ন'বছরের আইনি লড়াইয়ের শেষে, সুপ্রিম কোর্টের নির্দেশে মাত্র ন'সেকেন্ডে ধ্বংস করা হয় নয়ডার সেক্টর 93A-র বেআইনি জোড়া বহুতল। তা থেকে শিক্ষা নিয়ে এবার তৎপরতা শুরু হয়েছে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation)। বেআইনি প্রোমোটিং রুখতে পুরসভার ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন বিভাগে আরও পদ তৈরি করার উদ্যোগ শুরু হয়েছে। বেআইনি নির্মাণ এবং অসাধু প্রোমোটারদের দাপট রুখতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ''ওই বহুতল ব্লাস্টের পর অসাধু প্রোমোটারদের সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ সুপ্রিম কোর্টের অর্জারে ওখানে যদি এটা হয়ে থাকে, এখানেও হতে পারে। অসাধু প্রোমোটিং বন্ধ করতে বিল্ডিং বিভাগে আমরা নজরদারি বাড়াব। কার আমি চাই না, যে মানুষগুলি ফ্ল্যাট কিনছেন, তাঁরা কোনও বিপদে পড়ুন।''
ফিরহাদ আরও বলেন, "ওখানে ৯২৪টি ফ্ল্যাট খালি করতে হয়েছে জানেন! বিল্ডিং কেনার আগে পুরসভায় খোঁজ নিন। এখন সব আমাদের ওয়েবসাইটে রয়েছে। কোন বিল্ডিং অনুমোদিত, কোনটা নয়, সব তথ্য রয়েছে। আমাদের পুরসভাকেও এ ব্যাপারে সজাগ থাকতে হবে, যাতে অসাধু প্রোমোটিং না হয়। তাই বিল্ডিং বিভাগকে আরও শক্তিশালী করছি।"