দেশে ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ফোর্বস । সেই তালিকায় রয়েছে মোট ১০০ জন । তবে জানেন কি তার মধ্যে ৯ জনই মহিলা । মেয়েরা যে কোনওক্ষেত্রেই পিছিয়ে নেই, ছেলেদেরকেও সমানভাবে টেক্কা দিচ্ছে, এটাই তার প্রমাণ । জেনে নিন, সেই ৯ নারী সম্পর্কে, যাঁরা ধনীদের তালিকায় নাম লিখিয়েছেন ।
সাবিত্রী জিন্দাল
জিন্দাল গোষ্ঠীর চেয়ারপার্সন হলেন সাবিত্রী জিন্দাল । স্বামীর মৃত্যুর পর ৫৫ বছর বয়সে ব্যবসায় হাতেখড়ি হয় তাঁর । চার নম্বরে রয়েছেন তিনি । তাঁর সম্পত্তির পরিমাণ ২৪ বিলিয়ন
রেখা ঝুনঝুনওয়ালা
রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পর থেকে তাঁর পোর্টফোলিও-র দায়িত্ব নিয়েছেন তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা । ২৮ নম্বরে রয়েছেন রেখা । তাঁর সম্পত্তি পরিমাণ ৭ বিলিয়ন ।
বিনোদ গুপ্ত
১০০ জন ধনী ব্যক্তির তালিকায় ৩০ নম্বরে রয়েছেন বিনোদ গুপ্ত । তাঁর সম্পত্তির পরিমাণ ৪.৮ বিলিয়ন । হ্যাভেলস ইন্ডিয়ার অন্যতম মুখ তিনি ।
রেণুকা জগতিয়ানি
ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারপার্সন রেণুকা জগতিয়ানি । ব়্যাঙ্ক ৪৪ । তাঁর সম্পত্তির পরিমাণ ৪.৮ বিলিয়ন ।
লিনা তিওয়ারি
ইউএসভি প্রাইভেট লিমিটেডের চেয়ারপার্সন লিনা তিওয়ারি । তাঁর সম্পত্তি পরিমাণ ৪.৭৫ বিলিয়ন । ৪৫ নম্বরে রয়েছেন লিনা তিওয়ারি ।
মল্লিকা শ্রীনিবাসন
১০০ জনের মধ্যে ৮৩ স্থানে মল্লিকা শ্রীনিবাসন । তাঁর সম্পত্তির পরিমাণ ২.৮৪ বিলিয়ন । ট্রাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেডের এমডি হলেন মল্লিকা শ্রীনিবাসন ।
অনু আগা
১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত থার্ম্যাক্সকে নেতৃত্ব দিয়েছেন অনু আগা । তাঁর ব়্যাঙ্ক ৮৭ । সম্পত্তির পরিমাণ ২.৭ বিলিয়ন ।
ফাল্গুনি নাইয়ার
NYKAA-র প্রতিষ্ঠাতা ফাল্গুণি নাইয়ার । ৮৮ নম্বরে রয়েছেন । তাঁর সম্পত্তির পরিমাণ ২.৬৫ বিলিয়ন
কিরণ মজুমদার শ
৯২ তম ধনী ব্যক্তি কিরণ মজুমদার শ । বায়াকন-এর সিইও কিরণের সম্পত্তির পরিমাণ ২.৫২ বিলিয়ন ।