কর্নাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস । বিজেপি একপ্রকার মুখ থুবড়ে পড়েছে । এই জয়ের জন্য ‘ভারত জোড়ো যাত্রা’-কেই কৃতিত্ব দিচ্ছে দল । তবে, সেইসঙ্গে আরেকটা নামও রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, যাঁর কৌশলেই নাকি 'ভারত জোড়ো যাত্রা'-র সূচনা । তিনি হলেন কংগ্রেসের মুখ্য ভোটকুশলী সুনীল কানোগোলু । কর্নাটকে জয়ের নেপথ্যে সুনীলের কৌশলকেই কৃতিত্ব দিচ্ছে কংগ্রেস শিবির ।
জানা গিয়েছে, কংগ্রেসের তরফে প্রথমে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (পিকে) পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল । তিনি রাজি না হওয়ায় সুনীলের সঙ্গে যোগাযোগ করে কংগ্রেস । সুনীল আগে পিকের সংস্থা আইপ্যাকের সঙ্গেও কাজ করেছেন । পরে সেখান থেকে বেরিয়ে আসেন । জানা গিয়েছে, বিজেপিও তাঁকে নিতে চেয়েছিল, কিন্তু রাজি হননি সুনীল । তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সহজ পন্থায় বিশ্বাস করেন । বিজেপিকে হারাতে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই তিনি ব্যয় করছেন । তিনি নাকি বরাবরই প্রচারবিমুখ । এদিন, জয়ের পর শুধু তাঁর প্রতিক্রিয়া ছিল ধন্যবাদ ।