শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। কিন্তু এর আগেও এমন বেশ কিছু দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। যেখানে মৃতের সংখ্য়া শতাধিক।
বিগত আট বছরের পরিসংখ্য়ান অনুযায়ী প্রায় ২৫টি এমন দুর্ঘটনা ঘটেছে যেখানে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এছাড়াও ২০১৪-১৫ সালের মধ্যে সারা দেশে প্রায় ৩৯৬টি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এবং ২০২২-২৩ সালের মধ্যে ১৩৩টি এমন দুর্ঘটনার খবর পাওয়া গেছে যেগুলি রেলওয়ে ক্রসিংয়ে ঘটেছে।