সোমবার ফের দাম বাড়ল পেট্রল ও ডিজেলের (Petrol Diesel Price Hike)। পেট্রলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা করে বেড়েছে। কলকাতায় (Kolkata) পেট্রলের নতুন দাম দাঁড়াল ১০৮ টাকা ৮৫ পয়সা। ডিজেলের নতুন দাম ৯৩ টাকা ৯২ পয়সা। এই নিয়ে মার্চের শেষ সপ্তাহে মোট ৬ বার দাম বাড়ল পেট্রপণ্য়ের (Fuel Price)।
গত এক সপ্তাহে পেট্রল প্রতি লিটারে ৪ টাকা ও ডিজেল ৪ টাকা ১০ পয়সা দাম বৃদ্ধি হয়েছে। রবিবার পেট্রলের দাম প্রতি লিটার ৫০ পয়সা বাড়ে। ডিজেলের দাম বাড়ে ৫৫ পয়সা। নভেম্বর মাসের পর থেকে প্রথম মার্চ মাসে দাম বাড়ে পেট্রপণ্যের। টানা এক সপ্তাহ জ্বালানির দামবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের।
আরও পড়ুন: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৪ জন, মৃত্যু শূন্য
রাজধানী দিল্লিতে পেট্রলের নতুন দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪১ পয়সা। ডিজেলের নতুন দাম দাঁড়িয়েছে ৯০ টাকা ৭৭ পয়সা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ১০৫ টাকা ১৮ পয়সা। ডিজেলের দাম ৯৩ টাকা ৯২ পয়সা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম
১০৪ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম ৮৯ টাকা ২ পয়সা।