ছবির মতো সুন্দর লাদাখ। চারিদিক ঘেরা হিমালয় দিয়ে। আর রয়েছে বরফে ঢাকা মরুভূমি। তার মধ্যেই ব্যাট হাতে একের পর এক শট মেরে চলেছে একরত্তি মেয়েটি। তাঁর 'আইডল' বিরাট কোহলির মতোই একদিন শিখরে উঠতে চায় সেও। ডিরেক্টরেট অব স্কুল এডুকেশন লাদাখের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিয়ো শেয়ার করার পর তা মন জয় করে নেয় নেটিজেনদের। লক্ষাধিক মানুষ এখনও পর্যন্ত দেখেছেন সেই ভিডিয়ো। উচ্ছ্বসিত সমর্থন জানিয়েছেন তাঁরা এই ছোট্ট মেয়েটিকে।
ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে। নাম মাকসুমা। বাবার কাছে ক্রিকেট খেলা শিখেছে সে।তার স্বপ্ন, একদিন সে নিজেও বিরাট কোহলির মতোই ক্রিকেট খেলবে।
তার কথায়, "বাবা আমাকে ক্রিকেট খেলা শেখায়। হেলিকপ্টার শট খেলতে শিখিয়েছে আমাকে আমার বাবা-ই। রান নেওয়ার সময় অনেকবার দৌড়তে হয় বলে মাঝেমাঝে হাঁফিয়ে যাই। কিন্তু, আমার খেলতে খুব ভালোলাগে'।
সে খেলে। সে আত্মবিশ্বাসী শট মারে। সে দৌড়ে যায়। সে শিখরে পৌঁছাতে চায়। সে ভারতের মেয়ে মাকসুমা।