উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Case) গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় আশিস মিশ্রের (Asish Misra) জামিন খারিজ করল দেশের শীর্ষ আদালত। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত ফেব্রুয়ারিতে আশিসকে জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
লখিমপুর খেরিতে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে ৪ কৃষক সহ ৮ জনকে হত্অযার অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন কৃষকরা!
এই ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে ইলাহাবাদ হাইকোর্ট (Allahabad Court) জামিন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী পুত্রকে। সেই নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। আদালত এও জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট তাড়াহুড়ো করে এই মামলার রায় দিয়েছে। মৃতদের পরিবারের সব অভিযোগ তারা শোনেনি, সুপ্রিম কোর্টের কাছে সোমবারের শুনানিতে এই অভিযোগ করেন সংশ্লিষ্টরা। সেই বক্তব্যকেই মান্যতা দিয়ে আশিস মিশ্রের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।