ভারতীয় রেল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সারা দেশ জুড়ে প্রায় ৭ হাজারটি রেল স্টেশন রয়েছে, বিভিন্ন লাইন বিন্যাসে জুড়ে রয়েছে গোটা দেশ। এরমধ্যে একেকটি স্টেশনের একেক রকম গল্প রয়েছে। দেশের শেষতম স্টেশন (Last Station Of India ) মালদার হাবিবপুরে অবস্থিত সিঙ্গাবাদ (Singabad)। স্বাধীনতার আগে গড়ে ওঠা এই স্টেশনটি একেবারে ভারত-বাংলাদেশের সীমান্তে অবস্থিত। মুক্তিযুদ্ধ দেশভাগের পর থেকে এই স্টেশনটি ক্রমেই জনশূন্য হয়ে পড়ে। কেবলমাত্র পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এই স্টেশন থেকে বাংলাদেশের ঢিল ছোঁড়া দূরত্ব। চাইলে সিঙ্গাবাদ স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় ওপার বাংলায়।
সিঙ্গাবাদ স্টেশনের নামের বোর্ডে 'ভারতের শেষ স্টেশন' কথাটি লেখা রয়েছে। এই স্টেশনের ধাঁচ এখনও রয়েছে সেই প্রাচীন কালের মতোই। ঢাকায় যাওয়ার জন্য ব্যবহার করা হত। সুভাষচন্দ্র, গান্ধীজিও ঢাকা যাওয়ার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন।