মারাঠি টেলিভিশন শো-এর শুটিং চলাকালীন ফের ঢুকে পড়ল চিতাবাঘ (Leopard)! সঙ্গে তার শাবকও! ২৬ জুলাই গোরেগাঁও ফিল্ম সিটিতে (Goregaon Film City) টিভি সিরিয়ালের সেটে চিতাবাঘ প্রবেশ করছে দেখে রীতিমতো উৎসাহী হয়ে ওঠেন চারপাশের জনতা। ফ্লোরে তখন হাজির ছিলেন ২০০ জন লোক। এরপর বন দফতরকে (Forest department) খবর দেওয়ায় চিতাবাঘ ও তার শাবককে সরানো হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
সর্বভারতীয় সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (All India Cine workers association) দাবি অনুযায়ী, গত ১০ দিনে এই নিয়ে তিন থেকে চারবার সেটে ঢুকে পড়ল চিতাবাঘ। অ্যাসোসিয়েশনের অভিযোগ, এই নিয়ে বারবার বলা সত্ত্বেও সরকারের তরফের কোনওরকম কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, কয়েকদিন আগেও হঠাৎই সিরিয়ালের সেটে ঢুকে পড়েছিল এক চিতাবাঘ। আক্রমণ করেছিল শুটিংয়ের সেটে থাকা এক কুকুরকে। প্রায় ২০০ জন লোক তখন ছিলেন সেটে। তার মাঝেই কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়েছিল ওই চিতাবাঘটি।