হাসপাতালের করিডোরে ঘুরে বেড়াচ্ছে এক চারপেয়ে জন্তু, ডোরা কাটা দেহ! আর কেউ নয়, নাসিকের হাসপাতালে ঢুকে পড়ল এক চিতাবাঘ।
মহারাষ্ট্রের নাসিকে নান্দুবার তালুকার একটি হাসপাতালের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে বাঘটিকে দেখতে করিডোরের বাইরে বহু মানুষের ভিড়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। মহারাষ্ট্রের বন দফতরে খবর দেওয়া হলে, কিছুক্ষণ পর সেখানকার কর্মীরা এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Kolkata Tram: কলকাতার চারটি রুটে চলবে ট্রাম, হাই কোর্টের ক্ষোভপ্রকাশের পরেই জানাল পরিবহন দফতর
ঘটনায় কারোর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।