নতুন করে সাজছে কাশীর বিশ্বনাথের মন্দির। সম্প্রতি নিজের কেন্দ্র বারাণসী গিয়ে সেই প্রকল্পের শিল্যানাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মন্দিরে কাজ করা শ্রমিকদের জন্য অভিনব উপহার পাঠালেন তিনি। শ্রমিকদের জন্য ১০০ জোড়া জুটের উপহার হিসাবে পাঠালেন মোদী।
কনকন করছে উত্তর ভারত। এই অবস্থায় মন্দিরে অনেক শ্রমিককে কাজ করতে হচ্ছে খালি পায়ে। সরকারি সূত্রে দাবি, তাঁদের কথা ভেবেই প্রধানমন্ত্রীর এই উপহার। নিয়ম মতে, কাশীর মন্দিরে কোনও চামড়ার জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। তাই অনেক শ্রমিককে আবার মন্দিরের বাইরে জুতো খুলে কাজে ঢুকতে হচ্ছে। এই ঠান্ডা থেকে বাঁচতে তাঁদের জন্য পাটের জুতো পাঠালেন প্রধানমন্ত্রী।
শ্রমিকদের পাশাপাশি প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন মন্দিরের অন্যদের জন্যও। একটি সূত্রের দাবি, বারাণসীকে আধুনিক রূপ দিতে সবসময় সচেষ্ট প্রধানমন্ত্রী। কাশী তাঁর স্বপ্নের প্রকল্প। তাই, সেখানকার শ্রমিকদের কথা ভেবেই মোদীর এই উপহার।