জাতি হিসেবে বিভক্ত করা হচ্ছে দেশকে। এমনই অভিযোগ নোবলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen)। বৃহস্পতিবার শহরে নিজের নামাঙ্কিত 'অমর্ত্য সেন রিসার্চ সেন্টার'-এর উদ্বোধনে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "জাতি হিসেবে বিভক্ত করা হচ্ছে আমাদের।" এই সঙ্কটে দেশের বিচারবিভাগ একটি বিরাট অবলম্বন বলে দাবি অমর্ত্য সেনের।
বর্তমানে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর্ত্য সেন। বৃহস্পতিবার কলকাতায় এসে তিনি বলেন, "এত বড় বিপদে বিচার বিভাগ হয়তো কিছু করতে পারবে।" অমর্ত্য সেন উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, "এদেশে গণতন্ত্রের তিনটি স্তম্ভের মধ্যে ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে। আমলাদের আইনসভার সদস্যরা নিয়ন্ত্রণ করছেন। যে কোনও মূল্যে ক্ষমতা দখলের জন্য তাঁরা ভোট-রাজনীতিতে মত্ত। এসবই সমস্যার। গোটা দেশেই ভাঙনতন্ত্র চলছে। বিভাজনের হুমকিকে ভয়ের কারণ আছে। স্কুলপাঠ্য রবীন্দ্রনাথ, নজরুল, কবীর, দাদূ বা তুলসীদাসের পথ থেকেও আমরা দূরে সরে আসছি।"
আরও পড়ুন: রথের দিনই কমল ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
এই প্রসঙ্গে নালান্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য থাকাকালীন তাঁর অভিজ্ঞতার কথা জানালেন অমর্ত্য সেন। তিনি বলেন, "এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিলাম। ২০১৪ সালের ভোটে পট পরিবর্তনের পর পরিস্থিতি পাল্টে যায়। শিক্ষা ব্যবস্থা শুধু হিন্দুত্বের ধারা মেনে চলতে পারে না।" তিনি জানান, "এ দেশের সাহিত্য, স্থাপত্য, চিত্রকলা, গানবাজনা, নাচ, সবই যুক্ত সাধনা। তাজমহল থেকে রবিশঙ্কর, আলি আকবর খানের সৃষ্টি, একই বিষয়। ভারত শুধু হিন্দুদের নয়। সবাইকে নিয়ে চলাই আমাদের ঐতিহ্য।"