মধ্যবিত্তের জন্য সুখবর। দাম কমতে চলেছে ভোজ্য তেলের। একাধিক সংস্থা ভোজ্য তেলের দাম কমিয়েছে। দুই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, লিটার প্রতি ২০ টাকা পর্যন্ত কমছে ভোজ্য তেলের দাম। আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে এই দাম।
মাদার ডেয়ারির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের ভোজ্য তেলের ব্র্যান্ড 'ধারা'-র দাম কমবে। যদিও এর মধ্যে সর্ষের তেল থাকবে না। দাম কমানো হবে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল, সূর্যমুখী তেল ও চিনাবাদাম তেলের। আন্তর্জাতিক বাজারে শস্যের জোগান থাকায় ইতিবাচক প্রভাব পড়ছে ভোজ্য তেলের। 'ফরচুন' তেলের দাম ছিল ১৭০ টাকা প্রতি লিটার। এপ্রিল থেকে তা পাওয়া যাচ্ছে ১৪০-১৪৫ টাকা প্রতি লিটার।