ডেলিভারি বয় অস্পৃশ্য (Untouchable)। তাই খাবার ফেরাল গ্রাহক। শুধু তাই নয়, বেধড়ক মারধর করে বাইক কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে (Lucknow)। ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।
জ়োমাটোর ডেলিভারি বয়ের (Zomato Delivery Boy) নাম বিনীত কুমার। অনলাইন অ্য়াপে খাবারের অর্ডার পেয়ে গ্রাহকের বাড়ি খাবার দিতে যান তিনি। সেখানে তাঁর নাম জিজ্ঞাসা করা হয়। অভিযোগ, নাম শোনার পরই বিনীতের হাত থেকে ডেলিভারি নিতে অস্বীকার করেন ওই গ্রাহক। তাঁর দাবি, বিনীত অস্পৃশ্য। দলিত সম্প্রদায়ের হাত থেকে খাবার তিনি গ্রহণ করবেন না। বিনীত জানান, ডেলিভারি না নিতে চাইলে, তাঁর অর্ডার যেন ক্যানসেল করে দেওয়া হয়। অভিযোগ, এরপরই বিনীতকে ১০-১২জন মিলে বেধড়ক মারধর করে। তাঁর বাইকও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ! ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ কেন্দ্রের, ধৃত ১০
পুলিশ এফআইআর দায়ের করেছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।