PM : বুধবার প্রধানমন্ত্রীর বাংলার বিজেপি সাংসদদের ডাকলেন প্রধানমন্ত্রী, উঠতে পারে বগটুই প্রসঙ্গ

Updated : Mar 28, 2022 22:48
|
Editorji News Desk

বীরভূমের (Birbhum) বগটুই কী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রাতঃরাশের টেবলে ? রাজ্য বিজেপির (West Bengal Bjp) নেতাদের দাবিতে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, বুধবার বাংলার ১৭ জন বিজেপি সাংসদকে প্রাতঃরাশের টেবলে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই উঠতে পারে বাংলার বুকে ঘটে যাওয়া সাম্প্রতিক বগটুইয়ের প্রসঙ্গ। এমনকী বাংলার আইন-শৃঙ্খলা নিয়েও আলোচনা হতে পারে বলে দাবি রাজ্য বিজেপির সভাপতির। সোমবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central Home Minister) অমিত শাহের সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।

গত ২১ মার্চ বীরভূমের বগটুই গ্রামে খুন হন তৃণমূলের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। সেই ঘটনার পাল্টা হিসাবে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হামলা হয়। দুষ্কৃতী তাণ্ডবে এখনও পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে। প্রথমে রাজ্যের তৈরি সিট গঠন করা হলেও, কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। গত বাহাত্তর ঘণ্টায় কয়েক দফায় গ্রামে ঘুরেছেন সিবিআই অফিসাররা। বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে।

এরমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী বুধবার রাজ্যের ১৭ জন বিজেপি সাংসদকে ডেকেছেন প্রধানমন্ত্রী। সকলেরই ওই বৈঠকে যাবেন। তাঁর ধারনা, ওই বৈঠকে বগটুই-সহ বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, যেদিন বগটুইকে কেন্দ্র করে উত্তাল হল রাজ্য বিধানসভা। ঠিক সেইদিনই প্রধানমন্ত্রীর থেকে আমন্ত্রণ পেলেন বাংলার ১৭ জন বিজেপি সাংসদ।

BogtuiNarednra ModiBirbhumBJP

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর