বাজেটে রেলের (Rail Budget) জন্য বরাদ্দ হয়েছে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। এবার বাংলার জন্য আলাদা কত খরচ, তা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishwa)। আগামী অর্থবর্ষে বাংলা (West Bengal) রেলের খাতে পাবে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। কলকাতা মেট্রোর (Kolkata Metro) জন্য মোট বরাদ্দ ৩ হাজার ৪৯৬ কোটি ৫৬ লক্ষ টাকা। জোকা-এসপ্ল্যানেড মেট্রোর বরাদ্দ সবথেকে বেশি। জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
বুধবার অর্থমন্ত্রী জানান, ভারতের ইতিহাসে রেলের জন্য সর্বোচ্চ ব্যয় বরাদ্দ করা হয়েছে। শুক্রবার রেলমন্ত্রীর দাবি, বাংলার জন্য রেলে এত বরাদ্দ এর আগে হয়নি। তৃণমূলের হাতে যখন রেলমন্ত্রক ছিল, সেই সময়ের সঙ্গেও এই নয়া বরাদ্দের অঙ্কের তুলনা করেন রেলমন্ত্রী।
আরও পড়ুন: রাজ্যে অত্যাধুনিক মানের ৯৩টি স্টেশন করবে রেল, সুবিধা পাবেন লোকালের নিত্যযাত্রীরাও
শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানান, "২০০৯-২০১৪ সালের মধ্যে বাজেটে যায় বরাদ্দ হয়েছিল, এবার তার তিনগুণ করা হয়েছে।" তবে বাংলার মোট বরাদ্দের কোন অংশ কোন প্রকল্পে খরচ হবে, তার বিবরণ দেননি রেলমন্ত্রী।