সঠিক সময় মাতৃত্ব গ্রহণ করা উচিত মহিলাদের (Motherhood)। শনিবার এমনই মন্তব্য অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Viswa Sharma)।
তাঁর দাবি, চিকিৎসাগত জটিলতা তৈরি হতে পারে। একটি সরকারি অনুষ্ঠানে হিমন্ত বিশ্বশর্মা জানান, মেয়েদের ২২-৩০ বছরের মধ্যে মাতৃত্ব গ্রহণ করা উচিত।
আরও পড়ুন: শিয়রে ত্রিপুরার নির্বাচন, ৪৮ জনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, নাম নেই বিপ্লব দেবের
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, যৌন অপরাধ রোধে বাল্যবিবাহ ও অপ্রাপ্তবয়স্ক মাতৃত্ব রোধে আরও কঠোর আইন আনার পরিকল্পনা করছে অসম সরকার। আগামী ৫-৬ মাসের মধ্যে একাধিক ব্যক্তি গ্রেফতার হতে পারেন বলেও মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।