টাকার বিনিময়ে প্রশ্ন, এই ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে লোকসভার এথিক্স কমিটি। তার আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে ফের নতুন দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। এক্স প্ল্যাটফর্মে পাল্টা কটাক্ষ মহুয়া মৈত্রের।
ঝাড়খণ্ডের গোড্ডার এই সাংসদ দাবি করেছেন, তৃণমূলের মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন জাতীয় লোকপাল। নিশিকান্তের এই দাবি অবশ্য খারিজ করে দিয়েছে মহুয়া। পাল্টা প্রশ্ন তুলেছেন, কেন হঠাৎ করে পাল্টে গেল এথিক্স কমিটির শুনানির দিন। তিনি নিশ্চিত, তাঁর বিরুদ্ধে এখনও কোনও খসড়া তৈরি হয়নি। মহুয়া মৈত্র এক্স প্ল্যাটফর্মে লেখেন, "আদানি কয়লা কেলেঙ্কারির ১৩ হাজার কোটি টাকা নিয়ে সিবিআইয়ের তদন্ত করা উচিত। আদানি ফার্ম কীভাবে এয়ারপোর্ট ও বন্দর কেনার অনুমতি পেল। এরপর সিবিআই এসে আমার জুতো গুনে যাক।"
আরও পড়ুন: একই বছরে দ্বিতীয়বার এক নম্বরে সিরাজ, বিশ্বকাপের মাঝে চারে এলেন কুলদীপ যাদবও
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগের পর বিতর্ক তৈরি হয়েছে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি ওঠে। লোকসভার এথিক্স কমিটির শুনানিও হয়েছে। তবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সুপারিশ জমা পড়েনি। তবে তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল।