ওড়িশার দুর্ঘটনার টুকরো টুকরো ভয়াবহতার ছবিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া, তারই মাঝে ভাইরাল হয়েছে অন্য এক ছবিও। রক্তাক্ত ট্রেন লাইনে পড়ে থাকা এক কবিতার খাতার ছবি। পাতায় পাতায় প্রেমের কবিতা লেখা।
তার কোনও পাতায় লেখা : 'অল্প অল্প মেঘ থেকে বৃষ্টি সৃষ্টি হয়, ছোট ছোট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়'।
কোথাও আবার লেখা: 'ভালোবেসেই তোকে চাই সারাক্ষণ, আছিস তুই মনের সাথে...'। কোনও পাতায় আবার মাছ, সূর্য, হাতির ছবি৷ কে লিখেছিল সেই কবিতা, কার জন্যই বা, প্রথম প্রেম ছিল? কেমন ছিল তাঁর ভালবাসার মানুষ, কেমন কাটত তাঁদের ভালবাসার বিকেলগুলো, উত্তর মেলেনি, হয়তো কোনওদিন মিলবেও না। ভয়াবহতার রেশ, স্মৃতি যেমন থাকবে, এই কবিতার খাতা মনে করিয়ে দেবে মৃত্যুপুরীর মাঝেও জীবন সত্যি, প্রেম সত্যি, শাশ্বত।