২০০ টাকা করে কমছে LPG সিলিন্ডারের দাম। সেই সঙ্গে উজ্জ্বলা যোজনার ভর্তুকিও ২০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৪০০ টাকা।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকেই ভর্তুকি বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়। এবিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সব উপভোক্তার জন্য এল পি জি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। রাখীর উপহার হিসেবে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে কলকাতায় LPG গ্যাসের দাম ১১২৯ টাকা। এবার থেকে সেই দাম কমে হবে ৯২৯ টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় আরও ২০০ টাকা কম দামে পাওয়া যাবে রান্নার গ্যাসের দাম। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ট্রান্সফার করা হবে।
Read More- চাঁদে পাড়ি ভারতের, দুর্গাপুজোর আলোক সজ্জায় থাকছে বিশেষ ছোঁয়া
উজ্জ্বলা যোজনায় সারা বছর মোট ১২টি গ্যাস সিলিন্ডার ভর্তুকি মূল্যে পান উপভোক্তারা। গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ৯.৫৯ কোটি উপভোক্তাকে ভর্তুক্তি মূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে।