দীপাবলির আগেই কর্মীদের সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার (Central Government)। সারাবছর কাজের পর প্রত্যেকেই চায় একটু ছুটিছাটা পেলে, বা উৎসবের মরসুমে ঘুরতে যেতে। ঠিক দিওয়ালির আগে আগেই কর্মীদের এলটিসি বা Leave Travel Concession- এর মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। আরও ২ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে মেয়াদ। তবে এই LTC-তে নির্দিষ্ট কিছু জায়গাতেই ঘুরতে যাওয়া যাবে।
জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এবং উত্তর পূর্বে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেই এই LTC প্রযোজ্য। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অবধি এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। LTC-এর আওতায় কর্মীরা ঘুরতে গেলে বেতন সহ ছুটি ছাড়াও যাতায়াতের টিকিটের টাকা ফেরত পাবেন। তবে একথাও নির্দেশিকায় স্পষ্ট করে বলা রয়েছে, এলটিসির কোনওরকম অপব্যবহারকে গুরুত্ব সহকারে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।
যেসমস্ত কেন্দ্র সরকারের কর্মীরা বিমান ভ্রমণের অধিকারী নন তাদের সদর দফতর থেকে সরাসরি জম্মু-কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও লাদাখের যে কোনও এয়ারলাইনসের ইকোনোমি ক্লাসে ভ্রমনের সুবিধা দেওয়া হবে।