ইয়ারি দোস্তি তাজা-মাজা কিংবা হর মৌসম আম । মাজার (Maaza) এই অ্যাডগুলো কিন্তু সবসময় আমাদের মন জয় করেছে । বলতে গেলে, বাচ্চা থেকে বুড়ো, সবারই পছন্দের তালিকায় রয়েছে মাজা । তবে এতদিন সবথেকে ভাল বাজার ছিল কিন্তু কোকের । এবার, কোককে (Coke) ছাপিয়ে ভারতের সর্বাধিক বিক্রি হওয়া পানীয় হয়ে উঠল এই ফ্রুট ড্রিঙ্ক (Fruit Drink) ।
রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ আর্থিক বর্ষে ভারতের অভ্যন্তরীণ বাজারে প্রায় ২ হাজার ২৮৬ কেটি টাকার মাজা বিক্রি হয়েছে । যা কোকের বিক্রিকে ছাপিয়ে গিয়েছে ।
মাজার ইতিহাস :
কোকা-কোলা (Coca-Cola) কোম্পানি থেকে তৈরি হয়েছে মাজা । মধ্যপ্রাচ্যে গ্রীষ্মকালের ফল আমের স্বাদ রয়েছে এর মধ্যে । কোকাকোলা ম্যান নামে পরিচিত আরজেসি বা রাজেশ চৌহান (Rajesh Chauhan) বেশ কিছু ব্র্যান্ডেড পানীয় তৈরি করেছেন । এর মধ্যে রয়েছে মাজা,লিমকা, থামস আপের মতো জনপ্রিয় পানীয় ব্র্যান্ড ।
দেশে এই মুহূর্তে বিক্রির পরিমাণ অনুযায়ী তিন নম্বরে রয়েছে মাজা আর ছয় নম্বরে রয়েছে লিমকা ।