অন্তর্বাস পরা অবস্থায় থানার মধ্যে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুরুষ। ভিডিয়োটি কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। অবশেষে সামনে এল এর নেপথ্যের কাহিনিটি।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার উৎস খোঁজ করতে গিয়ে সামনে এল সাংবাদিক (Madhya Pradesh Journalist) ও থিয়েটার কর্মীদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ। অভিযোগ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে খবর করার 'অপরাধে' এই শাস্তি!
আরও পড়ুন: ফ্যাশন ছেড়ে এবার কি চুমুকে চমক সব্যসাচীর? স্টারবাক্সের সঙ্গে যৌথ উদ্যোগে বঙ্গ তনয়
সূত্র জানিয়েছে, গত শনিবার মধ্যপ্রদেশের সিধি জেলায় থিয়েটারকর্মী নীরজ কুন্দরকে গ্রেফতার করে পুলিশ (Madhya Pradesh journalists)। অভিযোগ, নীরজ নাকি বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লা এবং তাঁর ছেলের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়েছেন। নীরজের গ্রেফতারির প্রতিবাদে অন্য থিয়েটারকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন। কণিষ্কের দাবি, সেই প্রতিবাদের খবর করতেই গিয়েছিলেন তিনি এবং আরও জনা আট স্থানীয় সাংবাদিক (Madhya Pradesh Journalist)। তাঁদের বিরুদ্ধে শান্তিভঙ্গ, অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ এনে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। প্রায় ১৮ ঘণ্টা তাঁদের হেফাজতে রেখে, পোশাক খুলিয়ে পুলিশ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁরা কেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে খবর করছেন, প্রশ্ন করা হয় সাংবাদিকদের।
ওই পুলিশ আধিকারিক জানান, নীরজ কুন্দর নামে পরিচিত একজন ব্যক্তির (Madhya Pradesh journalist) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় (Social media) 'বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদদের গালাগালি’ করার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই অভিযোগ পেয়েই ইউটিউবার কনিষ্ক তিওয়ারি, যিনি নিজেকে সাংবাদিক (Madhya Pradesh journalist) বলে দাবি করেন, সহ প্রায় ৩০ জনের একটি দল নীরজের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।