মহারাষ্ট্রের এক পেঁয়াজ চাষী প্রায় ৭০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন একটু বাড়তি লাভের আশায়। কিন্তু রাজেন্দ্র তুকারাম নামে ওই কৃষক ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র ২ টাকা ৪৯ পয়সা লাভ করেছেন। এই ঘটনার পরেই কার্যত মাথায় হাত পেঁয়াজ চাষীর৷
Haimanti Ganguly: হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে উদ্ধার হওয়া কাগজে ২০১৪ প্রার্থীদের রোল নম্বর
উল্লেখ্য, সোলাপুর জেলার বোরগাঁওয়ের বাসিন্দা রাজেন্দ্র তুকারাম চৌহান মান্ডির পাইকারি বাজারে গিয়েছিলেন পেঁয়াজ বেচতে। সেখানে প্রতি কেজি পেঁয়াজ এক টাকা করে বিক্রি করতে হয় তাঁকে৷ এরপর সব মিলিয়ে তাঁর হাতে লভ্যাংশ হিসেবে থাকে মাত্র ২ টাকা৷ ওই কৃষকের কথায়, গত বছরও পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২০ টাকা, এবছর ৫০০ কেজি পেঁয়াজ চাষ হয়েছে ৪০ হাজারে। স্বভাবতই মাথাত হাত কৃষকদের৷