মহারাষ্ট্রে সরকার গঠনের পরেও উত্তেজনার পারদ কমছে না। এবার নয়া চ্যালেঞ্জের মুখে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোমবার মহারাষ্ট্রের নবগঠিত সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বলেই খবর। শনি ও রবিবার দু’দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। এই অধিবেশনে স্পিকার নির্বাচন করা হবে। উল্লেখ্য, কংগ্রেসের নানা পাটোলের ইস্তফার পর থেকে স্পিকার পদটি ফাঁকা রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপালের কাছ থেকে শপথ বাক্য পাঠ করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তখতে বসেন একনাথ শিন্ডে (CM Eknath Shinde)। দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) আপাতত দায়িত্ব সামলাবেন একনাথের ডেপুটি হিসেবে।
আরও পড়ুন- Eknath Shinde CM:মহারাষ্ট্রের তখতে একনাথ শিন্ডে, ডেপুটি দেবেন্দ্র ফড়ণবীস
অন্যদিকে, শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহীদের বিধায়ক পদ খারিজের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের বিধানসভায় সাসপেনশনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শিবসেনা চিফ হুইপ সুনীল প্রভু। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জেবি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ এই আর্জির শুনানি শুনবে আগামী ১১ জুলাই।